১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

পীরগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

আমাদের প্রতিদিন
1 month ago
151


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আজ (০২ নভেম্বর) শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের করা হয়।  ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা শামছুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। 

উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর ও উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা জামায়াতের আমির  মাওলানা মোস্তাক আহমেদ, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, পীরগাছা ক্লাস্টার কমিটির চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, উপজেলা আইসিটি কর্মকর্তা আফসানা রহমান, সমবায় সহকারী পরিদর্শক মাহমুদুল হাসান, এসো জীবন গড়ি সমবায় সমিতির সাধারন সম্পাদক দুলাল মিয়া প্রমুখ।

উপজেলা সমবায় বিভাগ, সমবায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মো: জিল্লুর রহমান এবং সবোর্চ্চ উন্নয়ন তহবিল প্রদান করায় মো: আতিয়ার রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth