রংপুরে জনসেবা ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী গুরুতর অসুস্থ
মহানগর প্রতিবেদক:
রংপুর কেন্দ্রিয় বাস টার্মিনাল সংলগ্ন জনসেবা ক্লিনিকে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। রোগী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়খলিয়া গ্রামের সাজু মিয়ার স্ত্রী মোছাঃ আমেনা বেগম (৪৮)। উক্ত জনসেবা ক্লিনিকে পেশেন্টের এক মাস আগে ডাক্তার মোসাদ্দেকুল (সার্জারি) কর্তৃক জরায়ু টিউমার অপারেশন করেন।
অপারেশনের পর উক্ত রোগী ক্লিনিকে ১৫ দিন ছিলেন এরপর বাড়িতে চলে যায় সামান্য অসুস্থ বোধ হলে পরবর্তীতে গত শুক্রবার ১৪ নভেম্বর আবারো ভর্তি হন। রোগীর স্বজনদের অভিযোগ ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী অসুস্থ হয়েছে। এ নিয়ে আবু সাঈদের ভাই রমজান আলী ক্লিনিকে আসলে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে বাগবিতন্ডা হয়।
এ সময় ঘটনাস্থলে রংপুর মেট্রো কোতোয়ালি থানা পুলিশ, সেনাবাহিনীসহ সাংবাদিকরা উপস্থিত হন।