২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগ

আমাদের প্রতিদিন
2 weeks ago
113


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

আজ বুধবার (২০ শে নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা চত্বরে এ ঘটনার সূত্রপাত ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, ৫ নং মহাদিপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাবের আজ শুনানি হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।

এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে  প্রায় দেড় ঘন্টা যাবত ধাওয়া পালটা ধাওয়া ঘটনা ঘটেছে।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব সরকার বকুলের চেম্বার ভাঙচুর করে এবং চেম্বারের সামনে রাখা সাতটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় জামাতি ইসলামের নেতাকর্মীরা।

সেই সঙ্গে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজন আহত হয়েছে।

রাত ৮ টার দিকে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। শহর জুড়ে আতঙ্কে সাধারণ জনগণ। তবে দু দলের মধ্যে উত্তেজনা এখনো কমেনি।

সেনাবাহিনী হেন মাইক দিয়ে জনসাধারণকে নিরাপদ স্থানে বা বাসায় চলে যাওয়ার জন্য অনুরোধ করছে সাথে কোন ধরনের দলাবদ্ধ বা জটলা না করার জন্য অনুরোধ করছে। ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth