১২ মাঘ, ১৪৩১ - ২৫ জানুয়ারি, ২০২৫ - 25 January, 2025

প্রেসক্লাব মার্কেটের মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

আমাদের প্রতিদিন
1 month ago
176


রংপুরে আইনশৃঙ্খলার অবনতি

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে আইনশৃঙ্খরা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। গত এক সপ্তাহে নগরীতে প্রায় ২০টি চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকাল ৯টায়

প্রেসক্লাব মার্কেটের ৭টি মোবাইলের দোকানে চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল প্রায় ৫০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। ফুটেজে দেখা গেছে, চারজন মাক্স ও হাতে গ্লাভস পরিহিত তরুণ (২৫ থেকে ৩০ বছরের মধ্যে) সকাল ৯টায় প্রেসক্লাব মার্কেটের তিনতলায় একে একে শেখ টেলিকম, রিণ বেড, ইউনিক গ্যাজেট, এস কে টেলিকম ও রাইয়ান ট্রেডার্সে কাচি দিয়ে তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং ব্যাগ ভর্তি করে মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় আবার সার্টার নামিয়ে দিয়ে চলে যায়। আধা ঘণ্টার মধ্যে তারা এ কাজ করে সটকে পড়ে। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ ও সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘আমরা ক্রাইম সিন দিয়ে ঘটনাস্থল রেকি করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। অভিজ্ঞ চোরের দল কাজটি করেছে। তারা গ্লাভস পড়ে প্রতিটি স্থানে হাত দিয়েছে। মনে হচ্ছে, চোরের দল বাইরের। এ ঘটনায় মামলা হবে। চোরদের ধরতে এরই মধ্যে আমরা অভিযান শুরু করেছি। তথ্য প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে।’

প্রসঙ্গত, এ ঘটনার প্রতিবাদে

প্রেসক্লাবের সামনে ১ ঘণ্টা সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা। এ সময় সকাল থেকেই ব্যবসায়ীরা মার্কেটের সব দোকান বন্ধ রাখেন। ব্যবসায়ীরা জানায়, প্রায় দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি হয়েছে।

প্রেসক্লাব মার্কেটের সভাপতি রোস্তম আলী জানান, ‘এ ঘটনায় আমরা মামলা করবো। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ চোরদের ধরতে চেষ্টা করছে। আমরাও তাগাদা দিয়ে সময় বেঁধে দিয়েছি। যদি পুলিশ ব্যর্থ হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী বিষয়ে জানাবো।’

এদিকে গত সোমবার রংপুর নগরীর নিউক্রস রোডের একটি ৫তলা বাসার তিনতলায় গ্রিল কেটে রাতের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের দল প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

গত ৫দিন আগে জাহাজ কোম্পানি মোড়ে মোস্তফা সুপার মার্কেটের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটে। এর বেশ কিছুনি আগে রংপুর সেনানিবাসের নিয়ন্ত্রিত আরএমসি মার্কেটেও চুরির ঘটনা ঘটে বলে ব্যবসায়ীরা জানান। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth