৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

পীরগাছার কল্যানী ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আমাদের প্রতিদিন
4 weeks ago
172


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আজ সোমবার  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কল্যানী ইউনিয়ন চেয়ারম্যান নূর আলম দীর্ঘদিন থেকে পরিষদে অনুপস্থিত রয়েছেন। তার সাথে মোবাইলেও যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। এ প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়াকে ওই ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের স্থানীয় সরকার শাখা হতে গত ১২ ডিসেম্বর এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ ক্ষমতা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নূর আলম কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি গাঁ ঢাকা দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth