চিলমারীতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ডিসেম্বর) বেলা ১১টায় থানাহাট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো.আব্দুল জলিল সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা শাখার আমীর অধ্যাপক নুর আলম মুকুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,খেলাফত মজলিশ চিলমারী উপজেলা শাখার সভাপতি কারী আবু সাঈদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক হযরত আলী,শুরা ও কর্মপরিষদ সদস্য মো.মোখলেছুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ আকন্দ।