রাণীশংকৈলে মানবকল্যান পরিষদের শান্তি শিক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানবকল্যান পরিষদের দুই দিনব্যপী মানবাধিকার এবং শান্তি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার প্রকল্পের কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলার ০৬ টি বিদ্যালয়ের শিক্ষক এবং এসএমসি সদস্যরা অংশগ্রহন করেন।
মানবকল্যান পরিষদের আয়োজনে এবং নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় হোপ প্রকল্পের আওতায় প্রশিক্ষনে প্রাপ্ত জ্ঞানসহ নিজ নিজ ক্ষেত্রে মানবাধিকার রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগাবেন বলে প্রত্যাশা করেন অংশগ্রহণকারীরা।
দুইদিনব্যাপী প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মানবকল্যান পরিষদ এর রাশেদুল আলম এবং শিরিন সুলতানা।