৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

ঘোড়াঘাটে অর্ধ কোটি টাকার নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক দুই

আমাদের প্রতিদিন
4 weeks ago
95


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৪ লাখ টাকা মূল্যর নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

গতরাতে উপজেলার ৪ নং ইউনিয়নের কামদিয়া রোড রনির করাত কল সংলগ্ন পাকা রাস্তার উপরে চেক পোস্ট বসিয়ে নিষিদ্ধ ট্যাবলেট সহ দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সকাল ১১ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া রোড দিয়ে মাদকের বড় একটি চালান প্রবেশ করেবে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল চেক পোস্ট বসিয়ে ২২ হাজার পিচ নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজকে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth