৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

পীরগঞ্জের জ্যোতিডাঙ্গা বিলের পাড় কেটে সাবাড়

আমাদের প্রতিদিন
3 weeks ago
106


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

সরকারি বিলের পাড় কেটে সরিয়ে নিচ্ছে কতিপয় মানুষ। গত বছরেই অই বিলটি খনন কাজ সম্পন্ন করে বৃক্ষ রোপণ করা হয়েছে। সেই পাড়ে চারাগাছসহ মাটি কেটে পাশের জমিতে ফেলছে।

জানা যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়নের ১৬ একর জমি জুড়ে জ্যোতিডাঙ্গার বিল অবস্থিত।  এটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ১ বছর  আগে কোটি টাকা ব্যায়ে খনন করে এবং বিলের পাড় দিয়ে হাজারো ফলের চারা রোপণ করেন। সেই বিলের বৃক্ষ রোপণের চারাসহ পাড়ের মাটি কেটে অন্য স্থানে সরিয়ে নিচ্ছে কতিপয় মানুষ এলাকাবাসীর অভিযোগ।

 জাহাঙ্গীরাবাদ গ্রামের মৎস্য জীবি সমবায় সমিতির লিমিটেড এর লোকজন লিজ নিয়ে মাছের চাষ করছে। অই সংগঠনের সভাপতি জয়দাল মিয়া জানান, কোনো কিছু তোয়াক্কা না করেই বিলটির পাশের জমির মালিকগণ পাড়ের মাটি সরিয়ে নিচ্ছে। এতে করে ঝুঁকিতে পড়বে বিল ও পাড়। বর্ষা মৌসুমে কৃষকের জমি এবং বিল এক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সরকার এবং লিজ কারিকে লোকসানের বোঝা গুনতে হবে। কেশবপুর গ্রামের কাসেম আলী,  ফুল মিয়া, রায়হান, একরামুল, ঝরু,সবুজ, সিতুল, রিফাত, রাফিউল,মেরাজুল,জাহাঙ্গীর, জাহিদ মিয়া আরও অনেকেই বিলের পাড় কেটে মাটি সরিয়ে নিচ্ছে। মাপ যোগ করে বিল খনন করা হয়েছে তাছাড়া পাড়ের মাটি বিলের সীমানায় রয়েছে কেন তারা মাটি কাটছে। এদের  বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

বিলের পাড় কেটে সাবাড় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth