৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

রশি ধরে টানতে বেরিয়ে এলো মাটি চাপা মরদেহ নিহতের বাবা-সৎমাসহ স্ত্রী আটক

আমাদের প্রতিদিন
2 weeks ago
22


আঞ্চলিক প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে নিখোঁজের ৯দিন পর আলুক্ষেতে মাটিতে পুতে রাখা বস্তাবন্দি অবস্থায় ফেরাজুল ইসলাম(৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার উপজেলার কালুপাড়া ইউনিয়নের বুড়া দরগারপাতার এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা আব্দুস সামাদ(৬০),সৎমা সেলোয়ানা বেগম ওত্রি ও নিহতের স্ত্রী রেশমা বেগমকে জিজ্ঞাসাবাদের পুলিশ আটক করেছে।  

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর পাশের গ্রামে কারেঙ্গারতল নামক স্থানে  ইসলামী ওয়াজ মাহফিল শুনতে যান ফেরাজুল ইসলাম। ওই রাতে সে আর বাড়ি ফেরেনি। পরের দিন তার স্ত্রী রেশমা বেগম বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করেন। এর পর থেকে সে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন আশপাশের কোথাও তাঁকে খুঁজে পাচ্ছিল না। গতকাল সোমবার দুপুরের দিকে বুড়াদরগারপাথার নামক স্থানে একটি আলু ক্ষেতের জমিতে আলগা করা মাটিতে নতুন রশির মাথা বের হয়ে ছিল। কয়েকজন শিশু ওই রশি ধরে টানতে থাকে। কিন্তু রশির শেষ প্রান্ত বের না হওয়ায় তারা আরো টানতে থাকেন। এক পর্যায়ে পাশে কয়েকজন ব্যক্তি এসে রশির সুত্রধরে মাটিতে পুতে রাখা বস্তার ভেতর মরদেহ দেখতে পায়। পরে বস্তার মুখ খুলে জানতে পায় গত ৯দিন আগে নিখোঁজ ফেরাজুলের মরদেহ সেটি। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় ফেরাজুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে কথা বলতে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে বাবা আব্দুস সামাদ (৬০), সৎমা সেলোয়ান বেগম ওত্রি ও নিহতের স্ত্রী রেশমা বেগমকে জিজ্ঞাসাবাদের বাড়ি থেকে আটক করে থানায় নেওয়া হয়।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুুর রহমান বলেন, খবর পেয়ে মাটি চাপা দেওয়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বাবা আব্দুস সামাদ (৬০), সৎমা সেলোয়ান বেগম ওত্রি ও নিহতের স্ত্রী রেশমা বেগমকে জিজ্ঞাসাবাদের থানায় আনা হয়েছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth