৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

কুড়িগ্রামে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, যুবক জেল হাজতে

আমাদের প্রতিদিন
1 week ago
21


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে একইদিন সকালে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানান, সম্প্রতি ইমাম হোসেন নামের একটি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা একটি লেখা প্রচার হচ্ছিল। ওই মাধ্যম থেকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস(২৭) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। ৪/৫ দিন ধরে বিক্ষোভ চলে আসলেও রোববার সকালে রাজারহাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারের আলটিমেটাম দেয়।

পরে পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন। এরই প্রেক্ষিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকালে রংপুর থেকে অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে।

এ ঘটনায় সোমবার (৩০ডিসেম্বর) রাজারহাট থানায়  মহুবর আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে দুপুরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth