৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

পীরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সিপিবি

আমাদের প্রতিদিন
2 weeks ago
43


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

দিনাজপুর উপজেলার পার্বতীপুরের ১২ জন মুক্তিযোদ্ধার সংবর্ধনা দিল পীরগঞ্জ উপজেলা সিপিবি। ৭ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত করতে এসব বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

আজ (৩১ ডিসেম্বর) মঙ্গলবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক  কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  এড. আবু সুফিয়ান হিরু সঞ্চালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত হলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মরনোত্তর আফছার আলী, বীর মুক্তিযোদ্ধা খান বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা

শাহাদাত আলী, বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী, (যুদ্ধাহত) ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা শাহদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ।

এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলনের আশিকুর রহমান সৌরভ, রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কাফি সরকার, পীরগঞ্জ উপজেলা ভুমিহীন কল্যান সমিতির সভাপতি ও মুক্তিযুদ্ধা মোকলেছুর রহমান, আফজাল হোসেন, খান বাহাদুর, আব্দুল বারেক,আবু সাঈদ, ওসমান খান, আকবর আলী ও তেল গ্যাস, খনিজ সম্পদ রক্ষা কমিটির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এড. কাজী লুমুম্বা লুমু ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলার সভাপতি কমরেড শাহাদাত হোসেন প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth