২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

বিরামপুরে ৮ কেজি গাঁজাসহ কারবারি আটক

আমাদের প্রতিদিন
11 months ago
286


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলার চৌঠা সীমান্তের বিজিবি ৮ কেজি গাঁজা ও ২৫০ পিচ নেশাজাতীয় এ্যাম্পলসহ এক মাদক কারবারিকে আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেছে। পুলিশ ঐ আসামিকে আজ বুধবার (১ জানুয়ারি) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।মামলা সূত্রে প্রকাশ, ভারত থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি চৌঠা বিওপি’র সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে চৌঠা গ্রামের একটি রাস্তার পাশে অবস্থান নেয়। বিজিবিকে দেখে ব্যাগ ও বস্তা ফেলে পালানোর সময় মশিউর রহমানকে (৩০) আটক করেন। ফেলে যাওয়া ব্যাগ থেকে বিজিবি ২৫০ পিচ নেশা জাতীয় এ্যাম্পল ও বস্তার ভিতর থেকে ৮ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে। আটক মশিউর চৌঠা গ্রামের আবু বক্কর সিদিকের ছেলে।বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটক আসামিকে বুধবার (১ জানুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth