৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

ভ্রাম্যমাণ আদালতে ট্রাক্টর মালিককে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে এসিল্যান্ড অফিস ও থানা ঘেরাও

আমাদের প্রতিদিন
1 week ago
40


রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

ট্রাক্টর মালিককে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে এসিল্যান্ড অফিস এবং থানা ঘেরাও করার তথ্য পাওয়া গেছে। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার সকল ট্রাক্টর চালক, শ্রমিক এবং মালিকপক্ষরা একত্রিত হয়ে এসিল্যান্ড অফিস এবং থানা ঘেরাও করেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারীতে।

জানাগেছে, ব্রহ্মপুত্র নদের ফলুয়ারচরের ফসলি জমি থেকে বালু কেটে ট্রাক্টরে বহন করার অপরাধে সাইদুর রহমান নামের এক ট্রাক্টর মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এর প্রতিবাদে রোববার দুপুরের দিকে ট্রাক্টর মালিক সমিতির উদ্যোগে দুই শতাধিক ট্রাক্টর মালিক, চালক ও শ্রমিক একত্রিত হয়ে এসিল্যান্ড অফিস এবং থানায় প্রবেশ করে ঘেরাও কর্মসূচী করেন।

এ ব্যাপারে ট্রাক্টর মালিক আব্দুল আজিজ, দাখিরুল, জিন্নাহ আলী ও আব্দুস ছালাম অভিযোগ করে বলেন, ‘সাইদুরকে কারাদন্ডের বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়ে এসিল্যান্ড অফিস এবং রৌমারী থানায় গিয়েছিলাম। কারণ কোন ফসলী জমির মাটি কাটা হয়নি। প্রশাসন অন্যায় ভাবে আমাদের এক ট্রাক্টর মালিককে কারাদন্ড দিয়েছেন।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান বলেন, ‘অবৈধভাবে বালু বহন করায় ট্রাক্টর মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড দেয়ার বিষয়ে ৩০ থেকে ৪০ জন ট্রাক্টর মালিকসহ অন্যরা থানায় আসেন। তিনি আরও বলেন, বালুমহাল এবং আইনি পরামর্শ জানতে মূলত তারা থানায় এসেছিল। তবে থানা ঘেরাও প্রশ্নটি সত্য নয়।’

রৌমারী সহকারি কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ‘আমার অফিস ঘেরাও করেননি। তবে ট্রাক্টর মালিক, শ্রমিক, চালকরা একত্রিত হয়ে অফিসে এসেছিল। পরে কারাদন্ডের বিস্তারিত বিষয় তাদের জানিয়ে দিলে তারা আমার অফিস থেকে চলে যায়। পরে থানা ঘেরাও করেছে কি না আমার জানা নেই।’

প্রসঙ্গত, শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বন্দবেড় ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ফলুয়ারচরের ফসলি জমি থেকে বালু কেটে আনার অপরাধে সাইদুর রহমান নামের এক ট্রাক্টর মালিককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন রৌমারী সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও। পরে পুলিশ রোববার সকালে কড়িগ্রাম আদালতের মাধ্যমে সাইদুরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth