র্যাব-১৩’র দুটি পৃথক অভিযানে মাদকসহ আটক-৩
মহানগর প্রতিবেদক:
দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের চালানসহ ০২ জন ও রংপুরের গঙ্গাচড়া থানায় ১৬৭ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীসহ মোট-৩জনকে আটক করেছে র্যাব-১৩।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ০৫ জানুয়ারী (রবিবার) রাত ১১ টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ঢাকা মোড়ের উত্তর পার্শ্বে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান পরিচালনা করে আটককৃতদের হেফাজতে থাকা টিনের তৈরি ট্রাংকের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৮৬ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনার সহিত জড়িত নীলফামারী জেলার সৈয়দপুর থানার কাজী ওমর রোড, কাজীপাড়া গ্রামের মৃত নওশাদ আলমের ছেলে দিলশাদ আলম (৩৬) ও বাঁশবাড়ী সাহেবপাড়া গ্রামের শ্রী যমুনা রবি দাশের ছেলে শান্ত রবি দাশ (৩২) এদের দুজনকে ঘটনাস্থল হতে আটক করে।
অপরদিকে একই সময় রাত সোয়া ১১ টার দিকে র্যাব-১৩, রংপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন মহিপুর ব্রীজ এর দক্ষিণ পার্শ্ব সংলগ্ন রনি ভ্যারাইটিজ স্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৬৭ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর মাঠপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ রুবেল মিয়াকে (৩৮) আটক করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।