গঙ্গাচড়ায় তিস্তার চরাঞ্চলে ভূমিদস্যুদের দৌরাত্ম: জবরদখল আতঙ্কে অসহায় পরিবার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের তিস্তার চরাঞ্চল বাগডহরা গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সৈয়দ আলী (৬০) ও দুলাল মিয়া (৫৮) পৈত্রিক সূত্রে প্রাপ্ত চিলাখাল মৌজার (দিয়ারা রেকর্ড অনুযায়ী) ১ নং খতিয়ানভুক্ত ৫০৫৮ নং দাগের ৬ একর জমি আজীবন নিজ দখলে রেখে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন।
এদের পারিবারিক জনবল কম থাকার সুবাদে একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে নাসির উদ্দিন ও দমসের আলীর ছেলে আব্দুর রাজ্জাকসহ ২৫-৩০ সদস্যের একটি ভূমিদস্যু গোষ্ঠী ওই জমির ভুট্টা ও আলু ক্ষেত নষ্ট করে জবর দখলের পায়তারা করছে। প্রতিরোধ করতে গেলে তারা ভূমি মালিক সৈয়দ আলী ও দুলাল মিয়াকে হত্যারও হুমকি প্রদান করেছে। ওই ভূমিদস্যুদের হুমকির ফলে সৈয়দ-দুলাল পরিবার চরম আতঙ্কিত হয়ে পড়েছে। ফলে সৈয়দ ও দুলাল আইনি সহায়তা পেতে গঙ্গাচড়া থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।