১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

নীলফামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

আমাদের প্রতিদিন
4 weeks ago
186


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউপি সদস্যরা।এতে তারা ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব এনে অপসারণের দাবি জানায়। 

গতকাল রবিবার (১২ জানুয়ারি) বিকালে নীলফামারী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।  সুজাউদ্দৌলা লিপটন বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনি জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ইউপি সদস্যদের তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করে আসছেন৷ গ্রাম আদালতের বিভিন্ন বিচার টাকার বিনিময়ে নিজ বাড়িতে মিমাংসা করেন। তিনি জাতীয় পার্টির নেতা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের সময়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন।

ইউপি সদস্যরা নিরুপায় হয়ে স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরে সুষ্ঠু বিচার ও তার অপসারণের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে আরও জানা যায় , ৪ নং বাহাগিলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাবিটা প্রকল্পের দুই লক্ষ নব্বই হাজার টাকা, কাবিখা প্রকল্পে ২.৫০০ মেট্রিক টন চাল, টি আর প্রকল্পের দুই লক্ষ চৌদ্দ হাজার টাকা, এইচবিবি প্রকল্পের ইট জমা না করে নিজের বাড়িতে রাখা,৮ নং ওয়ার্ডের কাবিটা প্রকল্কের দুই লক্ষ নব্বই হাজার টাকা, ২০২২ থেকে ২০২৪ অর্থবছরের ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন প্রকল্পের প্রায়অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয়৷ 

এবিষয়ে ইউপি সদস্য স্বপন রানা বলেন, চেয়ারম্যান আমাদের কোন কথা শুনতেন না।তিনি  নিজ ইচ্ছে মত সবকিছু করতেন।তিনি কেন নিয়মকানুনের তোয়াক্কা না করে সরকারের বিভিন্ন প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন।এখন আমরা তার সুষ্ঠু বিচার ও অপসারণ চাই৷

এবিষয়ে বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের সাথে  মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

এবিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth