২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

ট্রাকের নিচে ঘুমন্ত দাদী-নাতি, দেড় ঘন্টা পর জীবন্ত নাতি উদ্ধার

আমাদের প্রতিদিন
1 month ago
91


লালমনিরহাট প্রতিনিধি :

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ি ঢুকে পড়ে, ট্রাকের নিচে দাদী ও নাতি। দেড় ঘন্টা অভিযান চালিয়ে জীবন্ত নাতী আবদুল্লাহকে উদ্ধার করে ফায়ার সাভির্স’র কর্মীরা। তবে দাদী নুরি বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এমন ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী লালমনিরহাট মহা সড়কে।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সাগর হোসেন ও তার স্ত্রীসহ ঢাকায় থাকেন কাজের সুবাদে। মহা সড়কের পাশে একটু টিনের চালা করে সেই চালাতে সাগরের মা নুরি বেগম ও ৩ বছর বয়সী সাগরের ছেলে আবুদল্লাহ থাকেন। সোমবার ভোর রাতে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সাভির্সর কর্মীরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়। প্রায় দেড় ঘন্টা অভিযানের পর জীবন্ত নাতী আবদুল্লাহকে উদ্ধার করে ফায়ার সাভির্স’র কর্মীরা। তবে দাদী নুরি বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা সক্ষম হয়েছে। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে যানজটের সৃষ্টি হয়।

হাতীবান্ধা উপজেলা পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম‌্যান মুজিবুল আলম সাদাত এ ঘটনার সহায়তা নিশ্চিত করেছেন। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth