ঘোড়াঘাটে জিএপি সাটিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী কৃষক/কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস হল রুমে একদিন ব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক-কৃষানী অংশ গ্রহণ করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা উপ-সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, সম্প্রসারণ কর্মকর্তা খাতিজাতুল কোবরা, সিরাজুল ইসলাম প্রমুখ। এ প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।