বিরল প্রজাতির লক্ষীপেঁচা পাওয়া গেছে এবার বিরলে

বিরল প্রতিনিধি:
বিরল প্রজাতির লক্ষীপেঁচা পাওয়া গেছে এবার বিরলে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে পেঁচাটিকে পাওয়ার পর বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
একটি বিরল প্রজাতির লক্ষীপেঁচা পাওয়া গেছে। বৃহষ্পতিবার সকালে বোর্ডহাট কলেজের কর্মচারী শাহীন ক্লাসরুম খুলতে গিয়ে একটি পেঁচার দেখা পায়। কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক পরিবেশপ্রেমিক বিধান দত্ত পেঁচাটির বাচ্চাকে সংরক্ষণ করে রাখেন। পরে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিবেশবিদ তুহিন ওয়াদুদকে এবং ডেপুটি ফরেস্ট অফিসার আনোয়ার হোসেনকে খবর দিলে বিরলের বন কর্মকর্তা একজন বনকর্মীকে পাঠিয়ে পেঁচার বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান। বিরল প্রজাতির এই লক্ষ্মী পেঁচাটিকে সনাক্ত করে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেন বোর্ডহাট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক পরিবেশপ্রেমিক বিধান দত্ত।