৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা

আমাদের প্রতিদিন
3 weeks ago
67


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডাঃ শফিকুর রহমান এর দিনাজপুরে আগমন উপলক্ষে বিরলে বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা বের হয়েছে।

আজ ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শোভাযাত্রাটি বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রার অগ্রভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম, জেলা ইউনিট সদস্য মাওলানা মোঃ মতিউর রহমান, বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশীদ, সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ নাজমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহ¯্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় দিনাজপুর গোর-এ-শহীদ (বড় মাঠ)-এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বক্তব্য রাখবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth