৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্দ্যোগে ১০০টি টিউবওয়েল স্থাপন

আমাদের প্রতিদিন
3 weeks ago
60


রংপুর (রংপুর) প্রতিনিধি:

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ অফিস কর্তৃক রংপুর জেলার মিঠাপুকুর এবং পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাট-বাজার ও অসহায় হতদরিদ্র মানুষদের মধ্যে গতকাল বুধবার (২২ জানুয়ারি) নিজস্ব অর্থে টিউবওয়েল ক্রয় করে নিরাপদ পানি পানের সম্ভাবনা কম এমন মানুষদের জন্য ১০০টি টিউবওয়েল স্থাপনের জন্য টিউবওয়েল ও প্রয়োজনীয় পাইপ বিতরণ করা হয়।

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ম্যানেজার ও সচিব জনাব মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত দিতেন।

নিরাপদ পানি সংকট নিরসনে জাকাত ফাউন্ডেশের এই মহতী উদ্যোগ সকলের নিকট প্রশংসিত হয়েছে।

উপকারভোগীরা জানান, তারা দীর্ঘদিন থেকে নিরাপদ পানির অভাবে রয়েছে। যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে তাদের নিরাপদ পানির অভাব দূর হবে ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এ উদ্দ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা চাই এমন মহতী উদ্যোগের ফলে দেশের হতদরিদ্র মানুষদের মধ্যে নিরাপদ পানি সরবরাহ করতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এমন কাজ অব্যাহত থাকুক।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth