২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

গঙ্গাচড়ায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চলছে এসএবি ইটভাটা

আমাদের প্রতিদিন
2 weeks ago
95


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের লাঙ্গলের হাট এলাকায় আবাদি জমিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সংশ্লিষ্ট অনুমোদন ছাড়াই সব নিয়ম-নীতি উপেক্ষা করেই চলছে এসএবি ইটভাটা। ওই ইটভাটার কালো ধোঁয়ার কারণে এলাকার  আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে। সরকারি বিধি লঙ্ঘন করে আবাসিক এলাকায় আবাদি জমিতে গড়ে উঠেছে এই ইটভাটা।

সরেজমিনে জানা গেছে, ২০১৭ সালের পর এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না করেই এসএবি ভাটাটি চালু রেখেছেন ইটভাটা মালিক নাজমুল হোসেন।

ইটভাটা মালিক দীর্ঘ দিন ধরে প্রভাব খাটিয়ে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে ভাটা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী ।

পাশাপাশি ইট তৈরির মূল উপকরণ মাটি সংগ্রহে আবাদি জমির টপ সয়েল কাটার মহা উৎসব শুরু করেছেন । ভাটার পাশেই আবাদি জমির টপ সয়েল কেটে যেন পাহাড় গড়ে তুলেছে ।

তাছাড়াও ইটভাটায় মাটি বহনকারী ট্রলি ও ইট পরিবহন কাজে ৫ টনের অধিক ওজনের ট্রাক ব্যবহার করায় এলজিইডির আওতাধীন গ্রামীণ রাস্তাগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয়রা জানান, ভাটার ধোঁয়ার কারণে ঘটছে পরিবেশের বিপর্যয়। ফলে কৃষিজ উৎপাদনে পড়ছে বিরূপ প্রভাব। ভাটার পণ্য বহনকারী যানবাহন চলাচলে উড়ন্ত ধুলায় পথচারীসহ স্থানীয় বাসিন্দারা অসুখ-বিসুখসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন বয়সী মানুষ এ ধুলার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন।

তারা দ্রুত ওই ইটভাটা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ইট ভাটা মালিক বলেন, বর্তমানে পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রত্যয়ন নবায়ন বন্ধ রয়েছে। তাই আপডেট সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth