রংপুরে টেকনিক্যাল প্রযুক্তি গ্রহণ করে দেশ ও নিজেকে স্বাবলম্বী হতে হবে: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহীদুল ইসলাম এনডিসি বলেছেন, তরুণ যুবক-যুবতীদের উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজে স্বাবলম্বী হতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করবে। আমরা সবাই মানুষ পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবো না, তাই মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে টেকনিক্যাল শিক্ষা মানুষকে আয়ের পথ উদ্ভাসিত করে।
আজ (২৭ জানুয়ারি) সোমবার সকাল ১০ টায় ধর্মদাস ইউসেপ আঞ্চলিক কার্যালয়ে ইউসেপ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রংপুর অঞ্চলে মানুষ আর পিছিয়ে থাকবে না। তারা অতিরিক্ত জ্ঞান চর্চা করে দেশের কল্যাণে কাজ করে দেশের সুনাম অর্জনে আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাবেক মূখ্য সচিব আব্দুল করিম পিএইচডি তিনি সভাপতির বক্তব্যে ছাত্র-ছাত্রী, যুব সমাজকে দেশের অগ্রগতির উন্নয়ন যাত্রায় শরীক হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসকের প্রতিনিধি মোঃ হাসিবুল হাসান রুমি। শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম। ইউসেপের পরিচালনা কমিটির সদস্য মোস্তফা মোহসীন বেঙ্গল, পার্থ বোস, নারী উদ্যোক্তা আবিদা সুলতানা মিলি, অভিভাবক সদস্য আকমল মিয়া, প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিভাগের ছাত্র খোকন মিয়া প্রমুখ। বক্তারা ইউসেপ প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন ইউসেপকে একটি গঠনমূল্যক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করে যোগ্য নাগরিক করে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং স্বাবলম্বী হওয়ার দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।