২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

পীরগঞ্জে দু’ই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

আমাদের প্রতিদিন
2 weeks ago
88


পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জে’র জামতলা নামকস্থানে মোটরসাইকেলের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোজাহিদ (১৭) ও আনিছুর রহমান রানু (৩৫) নিহত হয়। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, বর্ণিত স্থানে ২টি মোটরসাইকেলে চারজন আরোহি ছিল। দু’দিক দিয়ে দু’টো মোটরসাইকেল দ্রæত গতিতে আসলে সংর্ঘষ ঘটে। এতে পাঁচগাছির ইউপি’র কদমতলি বাজারের আতোয়ারের ছেলে  মোজাহিদ (১৭) ঘটনাস্থলে ও উপজেলা সদরের ওসমানপুরের আব্দুস কুদ্দুস ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আনিছুর রহমান রানু (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়াও উপজেলা সদরের ওসমানপুরের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল (৪২) ও পাঁচগাছির ইউপি’র কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (৩০) গুরুত্বর আহত হয়। আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পীরগঞ্জ থানার  ওসি এমএ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth