কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় কমপ্লেক্সের ওয়ার্ড বয়ের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় নজির হোসেন (৫৭) মারা গেছেন। আহত হয়েছেন গাড়ী চালক। আজ বুধবার ২৯ জানুয়ারী উপজেলার নিজপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজির হোসেন (৫৭) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গতিয়াসাম গ্রামের মৃত নেছাব উদ্দিনের ছেলে ও কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার এসআই রতন কুমার কুন্ডু জানান, বুধবার সকালে নজির হোসেন তিস্তা বাসস্ট্র্যান্ড থেকে থ্রি-হুইলার মাহিন্দ্র গাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিল। সকাল পৌনে আটটার দিকে উপজেলার নিজপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাড়ীটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ীর পিছনের সিটে বসে থাকা যাত্রী নজির হোসেন মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। গুরুত্বর আহত হন সাতমাথা বিলভদ্র বালাটারী গ্রামের মাহিন্দ্র চালক আমিনুল ইসলাম। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হরা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজয় সাহা বলেন, হাসপাতালে ডিউটি করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতের কারণে ওয়ার্ড বয় নজির হোসেনের মত্যু হয়েছে।
কাউনিয়া থানার এসআই রতন কুমার কুন্ডু বলেন, নিহত ওয়ার্ড বয় নজির হোসেনের লাশ পরিবারের লোকজন গ্রামের বাড়ীতে নিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত থ্রি-হুইলার মাহিন্দ্র গাড়ীটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।