পীরগাছার অন্নদানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার স্থানীয় সাতদরগা দ্বি-মুখী উচ্চ বিদ্যলায়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন, অন্নদানগর ইউনিয়ন বিএনপি আহবায়ক জিল্লুর রহমান।
এ ওয়ার্ডে সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। মোট ১৭৭ ভোটারের মধ্যে ১৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে ৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রফিকুল ইসলাম। আর ১০৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আকবার আলী
নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন। এসময় ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মাহাবুবার রহমান, বজলুর রহমান, গোলাম সরওয়ার, রফিকুল ইসলাম, জুয়েল খন্দকার ভুট্টু, রফিকুল ইসলাম দুদু, মোশাররফ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিব হাসান প্রান্তিক প্রমুখ উপস্থিত ছিলেন।