২৪ কার্তিক, ১৪৩২ - ০৮ নভেম্বর, ২০২৫ - 08 November, 2025

হিলিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
9 months ago
266


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পুজা উদযাপন করছেন সনাতন হিন্দু ধর্মালম্বিরা। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে হিলির চন্ডিপুর সার্বজনিন মন্দিরে দেবীর আরাধনা, বানী ও পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পুজার মুল আনুষ্ঠানিকতা।

এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন বাড়িতেও ব্যক্তিগতভাবে সরস্বতী পূজা উদযাপন করছেন সনাতন হিন্দু ধর্মালম্বিরা। দেবীর পদতলে অঞ্জলি প্রদান ও পুষ্পার্ঘ অর্পন করে প্রার্থনা করেন ভক্তরা। এছাড়াও ছেলেমেয়েরা যেন পড়ালেখা শিখে সুশিক্ষিত হয় সেজন্য ছিল শিশুদের হাতে খড়ির আয়োজন। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

শিক্ষার্থী নন্দিনী অধিকারী ও অভিভাবক তৃষ্ণা অধিকারী বলেন, মা সরস্বতী হচ্ছে আমাদের বিদ্যার দেবী, যার কারণে এই পুজাটি মুলত আমাদের শিক্ষার্থীদের পূজা। আজ আমরা সরস্বতী দেবীর আরাধনা করি, আমরা যেন সঠিক জ্ঞান অর্জন করতে পারি। যেন তিনি আমাদের জ্ঞানের ভান্ডারকে বিকশিত করেন। সেই সাথে পড়ালেখা থেকে শুরু করে বিদ্যার সাথে সংশ্লিষ্ট যে সকল কাজ রয়েছে সেগুলো যেন ভালো ও সুন্দর মতো হয় এই প্রার্থনা করি।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, সনাতন হিন্দু ধর্মালম্বিদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা যেন তারা সুন্দরভাবে করতে পারে এলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth