মিঠাপুকুরে নাজমুল হক ইমনের সহায়তায় কম্বল বিতরণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে মিঠাপুকুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও লতিবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রত্যাশী নাজমুল হক ইমন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে লতিবপুর ইউনিয়নের ফতেপুর এলাকার প্রায় ২৫০ জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন লতিবপুর ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক মোঃ আতোয়ার রহমান, স্থানীয় বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান, বিএনপি নেতা মমিনুল ইসলাম (মুরাদ) সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিশ্চিন্তপুর গ্রামেও ২৫০ জন হতদরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন নাজমুল হক ইমন। তার এই মহত উদ্যোগে অত্র এলাকায় প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রত্যাশী নাজমুল হক ইমন বলেন।
কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গেয়ে ৮০ উর্ধ আনিছা বেগম বলেন, মুই ঠান্ডাত কাপোঁ তাও মোক কেউ দেখেনা। আইজ থাকি একনা গরমোত নিন্দ আসপ্যার পাইম।
নাজমুল হক ইমন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই । এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি চাই বিত্তবানরা এগিয়ে আসুক । আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আগামী নির্বাচনে ৭নং লতিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো।