৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

তারাগঞ্জে ৩ মাদকসেবনকারীর জেল-জরিমানা

আমাদের প্রতিদিন
1 month ago
269


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে মাদকসেবনের দায়ে তিনজন মাদকসেবনকারীর জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (১২ফেব্রুয়ারি) গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমান আদালত এ সাজা দিয়েছেন। জেল ও জরিমানাপ্রাপ্ত মাদকসেবনকারী হলেন উপজেলা কুর্শা ইউনিয়নের অনন্তপুর বড়বাড়ি গ্রামের খলিল রহমানের ছেলে আব্দুল খালেক (২৬), একই ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে রাশেদুল ইসলাম (৩০) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মোকছেদুল ইসলাম (৪৮)।                

আদালত সূত্র জানায়, অত্র এলাকায় দীর্ঘদিন থেকে মাদকসেবনকারীরা মাদক সেবন করে যুব সমাজকে নষ্ট করছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছেন। গোপনে খবর পেয়ে গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহযোগীতায় দিনব্যাপী ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা। পরে অপরাধের  মাত্রা বিবেচনায় ওই মাদকসেবনকারীদের যথাক্রমে আব্দুল খালেকের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা, রাশেদুল ইসলামের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা এবং আব্দুল মজিদের ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করে কারাগারে প্রেরণ করা হয়। । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, মাদকদ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করা হচ্ছে এতে করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth