৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের দয়ায় ক্ষমতায় ছিল: মেজর (অবঃ) হাফিজ

আমাদের প্রতিদিন
1 month ago
141


নির্মল রায়,গঙ্গাচড়া(রংপুর):

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন (বীর বিক্রম) বলেছেন, তিস্তা তথা গঙ্গার পানি বন্টনের জন্য ১৯৭৭ সালে প্রথম উদ্যোগ নিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এজন্য তিনি জাতিসংঘের দ্বারস্থ হয়েছিলেন। এদেশে সরকারের পালা বদলে পরবর্তীতে মন্ত্রী থাকা অবস্থায় আমি নিজেও তিস্তার পানি বন্টন আলোচনা অনেকদূর এগিয়ে নিয়েছিলাম। ভারত সরকারের অসহযোগিতা ও সময়ের স্বল্পতায় সেটিও সম্ভব হয়নি। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার দীর্ঘ সময় এদেশের সরকারে থাকলেও তারা জনতার দাবি ও দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের দয়ায় নিজেদের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত রেখেছিল। তিনি আরো বলেন, বিএনপি আগামীতে সরকার গঠণ করলে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নসহ তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যবস্থা নেয়া হবে।

তিনি মঙ্গলবার বিকেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর সেতু পয়েন্টে অনুষ্ঠিত জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির ৪৮ ঘণ্টা ব্যাপী লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্য ও মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ-উন-নবী ডন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবু, হারাগাছ বিড়ি শ্রমিক সমিতির সভাপতি আমিন উদ্দিন বিএসসি।এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth