কুড়িগ্রামে ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘন্টায় ১২ জন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে মঙ্গলবার ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্হান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
তিনি আরো জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজারহাট উপজেলার আওয়ামীলীগের সদস্য আব্দুল বাতেন (৬২), ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আইন ও ত্রান বিষয়ক সম্পাদক শহিদ আলী (৪১), উলিপুর আওয়ামীলীগ সমর্থক নাজমুল হুমা রানু (৩৭), রৌমারী উপজেলার সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সহোযোগি রহিম বাদসা রানা, ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুবলীগের সদস্য জাহেদুল ইসলাম (৩৬), কুড়িগ্রাম উপজেলা আওয়ামিলীগের সদস্য লুৎফর রহমান (৩৪), চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রেজাউল করিম খুশু (৪৮), ফুলবাড়ী ভাঙ্গামোর যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার শাহীন (৪৩), নাগেশ্বরী সন্তোষপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য আলমগীর হোসেন আলম (২৯), নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম (৪০) ও কচাকটা কেদার ইউনিয়নের ছাত্রলীগের সদস্য হোসেন আলী (৩০) সহ মোট ১২ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলা মূলে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, এই অভিযান পরিচালনায় সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার গ্রেফতারকৃতদের পুলিশ কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক সকলকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।