গঙ্গাচড়ায় ইলিকট্রিক শ্রমিক ইউনিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা ইলিকট্রিক শ্রমিক ইউনিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ (২৪ ফেব্রুয়ারি) সোমবার সকালে গঙ্গাচড়া ইউনিয়নের ভুটকায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
জাতীয়তাবাদী প্রচার দল এর কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ সদস্যবৃন্দ।
গঙ্গাচড়া উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুর ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঙ্গাচড়া শাখা মোঃ আইয়ুব আলী, যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঙ্গাচড়া শাখা এবং চেয়ারম্যান গঙ্গাচড়া উপজেলা সমবায় সমিতি মোঃ চাঁদ সরকার, আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল (বিএনপি)গঙ্গাচড়া শাখা সাজু আহম্মেদ স্বপন, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঙ্গাচড়া শাখা মোঃ আমিনুর রহমান রঞ্জু, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল (বিএনপি)গঙ্গাচড়া শাখা মোঃ শাহিন আলম সোনা, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (বিএনপি) গঙ্গাচড়া উপজেলা শাখা বুলবুল আহম্মেদ প্রমুখ।
সভায় ইলেকট্রিক শ্রমিকদের কর্মরত অবস্থায় নিরাপত্তা, দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকদের সহযোগীতা,ইলেকট্রিক ডিলারদের অভিব্যক্তি, সদস্যদের সাথে মতবিনিময় বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।