৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

পীরগঞ্জে কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
2 weeks ago
118


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

এক দেশ এক রেট, বাচলে কৃষক বাচবে দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালের পীরগঞ্জ প্রেসক্লাবে এর সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।  যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন, সারাদেশে সকল কৃষকের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্য বদ্ধ হন।

মানববন্ধনে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ রংপুর জেলা সংগঠক মনিরুজ্জামান তালুকদার, পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মমিনুর রহমান মন্ডল বক্তব্যে বলেন বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যা্য্য মূল্য নিশ্চিত করা। বীজ, সার কীটনাশক সিন্ডিকেট মুক্ত করা। প্রতি উপজেলাতে কোলেস্টেরেজ বয়বস্থা করা। ক্ষতিগ্রস্ত কৃষকের কৃষি ঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা।বয়স্ক, পঙ্গু অসহায় কৃষকের কৃষক ভাতা এবং পেনশন চালু করা। উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করো সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রি করার ব্যবস্থা করা। উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা। কৃষি পণ্য চলাচলে রেল বগি বরাদ্দ ও টোল প্রথা বিলুপ্ত করা। কৃষকের আর্থীক সক্ষমতার বৃদ্ধিতে ফসল ভিত্তিক লোন ব্যবস্থা চালু করা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বিমা চালু করা দাবি জানান।  উক্ত মানববন্ধনে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখার নেত্রীবৃন্দ এবং পীরগঞ্জের কৃষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth