গঙ্গাচড়া ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাচড়া বাজারের ভুটকা ব্রিজ সংলগ্ন স্কুল প্রাঙ্গণে বৃহস্পতিবার দিনব্যাপী বনভোজনের এ আয়োজনে ছিল নাচ,গান, র্যাফেল ড্র।
দুপুরে খাবারের পর পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন। স্কুলের পরিচালক আব্দুল মোত্তালিব মিঠু'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, সহকারী শিক্ষক একরামুল হক প্রধান, মোস্তফা কবির মিলন, নির্মল চন্দ্র সরকার, গঙ্গাচড়া হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল, সাংবাদিক নির্মল রায়, ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শাহানা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মোন্নাফ মিলন, আব্দুল জলিল, মোঃ দুলাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অভিভাবকরা এই সুন্দর আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন তার বক্তব্যে স্কুলের শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল ও মান উন্নয়নের লক্ষে সকল প্রকার কর্যক্রম চালিয়ে যাবেন বলে অভিমত প্রকাশ করেন।