৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

হিলিতে কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম

আমাদের প্রতিদিন
3 weeks ago
48


হিলি প্রতিনিধি:

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি আদা, রসুন ও পেঁয়াজের দাম। কেজি প্রতি দেশি আদা ৪০ টাকা কমে ১০০ টাকা, দেশি রসুন কেজি প্রতি ৫০ টাকা কমে ১০০ টাকা, দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কাঁচামরিচ কেজি প্রতি ১০ টাকা কমে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বোতল জাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কোম্পানীগুলো চাহিদার তুলনায় বোতল জাত সয়াবিন তেল দিতে পারছে সেই সাথে খোলা তেলের দাম বেশি হওয়াতে বোতল জাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে বলছেন বিক্রেতারা। আদা, রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজের দাম কমলেও তেলের বাজার নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাধারণ ক্রেতারা।

শনিবার (০১ মার্চ) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।  হিলি বাজারের বিক্রেতা ইমরুল হোসেন বলেন, আলু, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারনে কমতে শুরু করেছে দাম। তবে বোতল জাত সয়াবিন তেলের অনেকটাই সংকট। খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও বোতলের তেল কোম্পানীগুলো দিচ্ছে না। বর্তমানে সয়াবিন খোলা তেল ১৭০ টাকা লিটার হিসেবে বিক্রি হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth