৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা,ভাঙচুর বন্ধ করার দাবিতে গোবিন্দগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আমাদের প্রতিদিন
2 weeks ago
56


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদুল ইসলাম,সহ-সভাপতি আহসান হাবীব,কোষাধক্ষ বাবু মিয়া,তাহেদুল ইসলাম,সাজ্জাদ হোসেন,আবুল কালাম আজাদ,হারুনুর রশিদ হারুনসহ অন্যরা।

বক্তারা, ২০১৩ ও ২০১৯ সালের ভাটার কালো আইন বাতিল, ইট ভাটার পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি সহজতর করা,ভাটায় মোবাইল কোর্ট  পরিচালনা, জরিমানা ভাঙচুর বন্ধসহ বর্তমানে বিভিন্ন সমস্যা ও হয়রানী বন্ধের দাবি জানান।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদাণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth