৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

কুড়িগ্রামে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
166


কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রামে জাতীয় পাট দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে পাট অধিদপ্তর কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর মুখ্য পরিদর্শক নওসের আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাবিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার ড. মোঃ মামুনুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজা খাতুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, মাই টিভি’র কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম টেক্সটাইল মিলের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, বিএডিসির প্রশাসনিক কর্মকর্তা পাপিয়া আক্তার, উদ্যোক্তা আফরোজা বেগম, পাটচাষি ও পাট ব্যবসায়ী এবং উদ্যোক্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির উপর জোড় দেন। এছাড়া পাট চাষী ও পাটজাত উৎপাদনকারী উদ্যোক্তারা যাতে তাদের পণ্যের ন্যায্যমূল্য পান সে বিষয়ে আলোচনা করা হয়। এ সময় চাষীরা মানসম্মত বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহের জন্য সরকারের প্রতি আহবান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth