৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

বিরলে ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ

আমাদের প্রতিদিন
1 week ago
47


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুর বিরল পৌরসভায় প্রতি বছরের ন্যায় বিসিই ফ্রেন্ড সার্কেল এর উদ্যোগে এবারো ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতারির প্যাকেট বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রতিবছরের মত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ভ্রাম্যমান অটো রিক্সা, কর্মজীবী, পথচারী, ভ্যান চালক ও যাত্রীদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ ও সার্কেলের সকল বন্ধুরা মিলে (ফ্রেন্ড সার্কেল) একত্রে ইফতার করে।

এমন একটি মহৎ কাজের জন্য স্থানীয় লোকজন, গণ্যমান্য ব্যক্তিরাও এই ফ্রেন্ড সার্কেলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া এই ফ্রেন্ড সার্কেল গত ৩/৪ বছর ধরে যেহেতু বিরলের বিভিন্ন সামাজিক কার্যক্রম গুলোতে বিভিন্নভাবে অংশগ্রহণ করেন, সেহেতু এই কাজগুলো কে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা গত ২০১৩ সালের তৈরি করা বিরল সমাজ কল্যাণ সংঘকে ভেঙ্গে নতুন একটি সংগঠন তৈরী করে যার নাম বিরলের আলো।

সংগঠনটির সভাপতি- এবি মাসুম ও সাধারণ সম্পাদক- জেড আই জহির এর নেতৃত্বে নতুনরূপে প্রথম আত্মপ্রকাশ ঘটে তুমিও পারবে-২০২৪ ক্যারিয়ার সেমিনারের মাধ্যমে। এর পর বন্যার্তদের মাঝে খাদ্য পৌঁছানো ও শীতবস্ত্র বিতরণ সহ নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফ্রেন্ড সার্কেল এর সদস্যরা হলেন- এবি মাসুম, জেড আই জহির, জাকির (হোসেন সজল), রাশেদ খান মেনন, মেহেদুল ইসলাম, শফিকুল ইসলাম, মেহেদী হাসান সোহেল, রুবেল ইসলাম, কাওসার আলম সাগর, ফজলে রাব্বি, সোহেল রানা, আরমানুর রহমান সজল, রবিউল ইসলাম (শান্ত), মোঃ মোসাদ্দেক, ফয়সাল, মুক্তাদির, নূর আসাদ, রাজ, সাকিব (শ্রাবণ), সাব্বির, খোকন, সাজেদুর, ফাইয়াজ,  শিমুল, মাহাবুব ও মাহাবুরসহ আরও অনেকেই এই অরাজনৈতিক মহতি কাজগুলোর জন্য উক্ত সার্কেল ও সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth