তারাগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
দুর্যোগের প্রর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যে রংপুরের তারাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহনে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ধীবা রায়, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহিনুর ইসলামসহ সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্য, সাংবাদিক, এনজিও কর্মি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভুমিকম্পন ও অগ্নিকান্ড মোকাবেলায় করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।