১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

পীরগঞ্জে আদালতের রায় পেয়েও নির্মাণ কাজ করতে পারছে না

1 month ago
135


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার হাদিসুর রহমান এক খন্ড জমির ব্যাপারে দায়েরকৃত মামলার রায় প্রাপ্তির পর দখল নিতে পারছেন না। ফলে তিনি চরম দুশ্চিন্তা গ্রস্থ হয়ে পড়েছেন।

অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের আবু তাহের মন্ডরের পুত্র হাদিসুর রহমান বিগত ১০/০৭/২০০৫ ইং তারিখে জনৈক হুজুর আলীর ওয়ারিশদের কাছ থেকে ৬৮০০ নং দলীল মুলে পৌনে ০১ শতক জমি ক্রয় করেন । যার আর এস খতিয়ান ১০৬৫, হাল দাগ-১৪৩২, জমি ২৯ শতকের মধ্যে পৌনে ০১ শতক। উক্ত জমি ক্রয়ের পর থেকে হাদিসুর রহমান জমিটি ভোগ দখল করে আসছেন।

এদিকে গত ২৩/০৮/২৪ ইং একই গ্রামের হামিদুল হক ও তার লোকজন উক্ত জমি দখলের চেষ্টা করেন । এ ঘটনায় হামিদুল হক সহ একাধিক ব্যাক্তিদের বিবাদী করে হাদিসুর রহমান রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে একটা মামলা করেন । যার নং-এম আর ৯৪৩/২৪। ধারা ১৪৪/১৪৫। এদিকে বিগত ০৯/০২/২৫ ইং মামলাটির রায় হাদিসুর রহমানের অনুকুলে আসে।

মামলাটির রায়ে বিজ্ঞ আদালত নালিশী সম্পত্তিতে প্রতিপক্ষগনের প্রবেশাধিকার বারিত করে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় ওসি পীরগঞ্জ থানাকে বাস্তবায়নের নির্দেশ দেন। অথচ এ নির্দেশের পরেও হাদিসুর রহমান তার জমিতে নির্মান কাজ করতে বাধাগ্রস্থ হচ্ছেন। সার্বিক এ পরিস্থিতিতে চরম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন হাদিসুর রহমান। তিনি জানেন না আদৌ তিনি তার জমিতে নির্মান কাজ করতে পারবেন কি না ?  তাই তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth