৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

পীরগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

আমাদের প্রতিদিন
1 month ago
105


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও  পুলিশ জানায়,গত শনিবার সন্ধ্যায় আনন্দনগর থেকে কাদিরাবাদ বীটগামী রাস্তায় ৫ মাথার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ২ মোটর সাইকেল আরোহী আনন্দ নগর থেকে কাদিরাবাদ ৫ মাথার মোড় নামক স্থানে দ্রুতগতিতে গিয়ে ভেন্ডাবাড়ি থেকে খালাশপীরগামী স্যালোচালিত টেম্পুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী আব্দুস সাত্তার (৫২) প্রান হারায়। সে আদর্শ কাশিমপুর গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে। আশংকাজনক অবস্থায় রংপুর মেডেকেলে নেয়া হলে অপর আরোহী খেড়য়া আলমপুর গ্রামের হাসান আলীর ছেলে ইউসুব আলী (৫০) মারা যায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth