তারাগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে উপজেলা মডেল মসজিদে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভাটি উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এস এম জিবরুল ইসলঅম জাহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শুড়া সদস্য ও রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম বরবনী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা, রংপুর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও উপদেষ্টা আলমগীর হোসেন, ইপজেলা সেক্রেটারি প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন প্রভাষক বুলবুল হোসেন।