১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

গংগাচড়ায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
1 month ago
215


রংপুরের গংগাচড়া উপজেলায় ধর্ষণ মামলার আসামি মুকুল মিয়াকে(৩৯)কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রোববার কারাগারে পাঠানো হয়েছে। গংগাচড়া মডেল থানায় দায়েরকৃত মামালা সূত্রে জানা গেছে, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চান্দামারী দক্ষিণপাড়া গ্রামের মোঃ মজনু মিয়া’র স্ত্রী মোছাঃ বিপ্লবী খাতুন (৪১) বাড়িতে কিশোরী মেয়ে জমিলা (ছদ্মনাম)কে বাড়িতে রেখে দোকানে যান। এর কিছুক্ষণ পরে এসে দেখেন তার মেয়ে ভিকটিম ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষক মুকল মিয়া এই কথা কাউকে না বলার জন্য প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনা গত ১৮ মার্চ ঘটলেও নির্যাতিতার পরিবার ভয়ে ও লোকলজ্জায় প্রথমে থানায় মামলা করেনি। এ ঘটনার পর থেকে ধর্ষিতা কিশোরী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত পড়ে। এরপর গত ২২ মার্চ’২৫ তারিখ নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আলী হোসেন বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চারিয়ে শনিবার রাতে ধর্ষক মুকুল মিয়া’কে গ্রেফতার করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth