৭ নং ওয়ার্ডে নিম্নমানের ইট দিয়ে রাস্তার সোলিং করার অভিযোগ উঠেছে

রংপুর সদর উপজেলা ,২ নং হরিদেবপুর ইউনিয়নের, ৭ নং ওয়ার্ডের আলোয়াকুড়ি বিশ্বরোড মন্দির থেকে বাসঝাড় পর্যন্ত ৩৬০ ফিট রাস্তা তিন নাম্বার ইট দিয়ে সলিং করতে গেলে বাধা দিলেন এলাকাবাসী৷ ৭নং ওয়ার্ডে বাসিন্দার দুলাল ,সুমন ,কনক রায়, দিজেন রায় ,বাদল, বাবুল ,মনা ,রিপন ও গোলাপ সাংবাদিককে বলেন আমরা এই তিন নাম্বার ইট দিয়ে রাস্তা চাই না, আমাদের রাস্তা এক নাম্বার ইট দিয়ে করতে হবে৷ তা না হলে আমরা রাস্তার চাই না প্রয়োজনে আমরা কাঁদাতে হাঁটবো৷ কাজে কন্টাকটার মোরশেদ বলেন আমার মেম্বারের সাথে কোন কথা হয়নি কাজের বিষয় আমাকে ৭ নং ওয়ার্ডে কাজ করার জন্য পাঠিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান৷ এ বিষয় ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম দাদুল সাংবাদিককে জানান কে কাজ করতেছে আমি জানি না , অথচ এই প্রকল্প চেয়ারম্যান আমি আমাকে কেউ বলেনি ,আমাকে না বলে কাজ করতেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান৷ ৭ নং ওয়ার্ডের এলাকাবাসীর দাবি তিন নাম্বার ইট দিয়ে রাস্তা সলিং কাজ আমরা চাই নাl করতে হলে এক নাম্বার ইট দিয়ে রাস্তা সলিং কাজ করতে হবে। এই ইট দিয়ে রাস্তা সলিং করলে ঠিকসই হবে না বেশি দিন৷ রাস্তা সলিং বিষয়ে ২নং হরিদেবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ৭ নং ওয়ার্ডের চৌকিদারকে এ বিষয়ে অবগত করেছি l