১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

প্রধান উপদেষ্টার মানহানিকর ছবি শেয়ার, রংপুরে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
1 month ago
70


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মানহানিকর ছবি শেয়ার এবং সরকারবিরোধী অপতৎপরতার অপরাধে রংপুরের পীরগাছা থেকে  জামিউল ইসলাম মুকুল নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জামিউল ইসলাম মুকুল পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

আজ রোববার ( ২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিষযটি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি  নূরে আলম সিদ্দিকী ।

পুলিশ সূত্রে জানা যায়, জামিউল ইসলাম মুকুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট দিতেন যা অস্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক। শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে উপজেলার দেউতি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিউল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করা হয়। রোববার  দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালত নেয়া হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হযেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth