ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উদাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহম্মেদের গ্রেফতার ও অপসারণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান শহিদ, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক , সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ফারুক মিয়া, রবিন হাসান খাজা, সৌরভ, মজিবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ। তদারকি কর্মকর্তার যোগসাজশে চেয়ারম্যান তার নিজের বাহিনীকে দিয়ে চালের বস্তা লুট করে বিএনপির নেতাকর্মী এবং সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের দমিয়ে রাখতে চায়। এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং চেয়ারম্যানের অপসারণ ও দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
উল্লেখ, ভিজিএফের চাল লুটের ঘটনায় উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ওয়ার্ড সভাপতি ইয়াছিন আলী, দৈনিক সকালের সময়ের গাইবান্ধা প্রতিনিধি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ-সম্পাদক মজিবর রহমানসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে গত ২৩ মার্চ আদালতে মামলা করেন, উদাখালী ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ। আদালত পিবিআইকে মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন।