রংপুর জেলা পুলিশের অভিযানে ৩জন চোর আটকসহ দুটি মোটরসাইকেল উদ্ধার

রংপুর জেলার পীরগাছা উপজেলার কুতুব্বাস এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ আশিক সরকার (৩০) ২৫ মার্চ থানায় লিখিত এজাহার করেন যে, তার ব্যবহৃত টিভিএস এ্যাপাচি-১৫০ সিসি নীল রং এর মোটরসাইকেল গত ২১ মার্চ দুপুরে তার বসতবাড়ীর ভিতর আঙ্গিনা হতে অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে তিনি চৌধুরানী বাজারের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় যে, কুখ্যাত মোটরসাইকেল চোর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার নলডাঙ্গা ইউপি’র কুঠিপাড়া এলাকার মোঃ খায়রুজ্জামান ও মোছাঃ রহিমা বেগমের ছেলে মোঃ আব্দুর রউফ ওরফে শাকিল (২৮) মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়।
মামলা নং-২৯, তারিখ-২৫/০৩/২০২৫ইং রংপুর জেলার পীরগাছা থানায় রুজু করা হয় এবং পীরগাছা থানা পুলিশ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করতে ঝটিকা অভিযান শুরু করে। রংপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু সাইম এর নির্দেশনা ও তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী এর নেতৃত্বে পীরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাহিদ হোসেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম আকন্দ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান শুরু হয়। প্রথমে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত চোরকে সনাক্ত করা হয়। পরবর্তীতে একটানা অভিযান পরিচালনা করে ২৫ মার্চ তারিখ ভোর ৫টার দিকে ঘটনায় জড়িত ফুলছড়ি থানাধীন কালিরবাজার এলাকা হতে শাকিল নামে একজনকে আটক করে তার হেফাজত হতে চোরাই ০১টি এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি নীল রং এর মোটর সাইকেল উদ্ধার করেন।
পরে উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার দেওয়া তথ্য মোতাবেক সাদুল্লাপুর থানাধীন মাদ্রাসা বাজার হইতে আসামী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার পাতিলাকুড়া চকদাড়িয়া এলাকার তাজুল মিয়া ও হামিদা বেগমের ছেলে মোঃ শাহিন মিয়া ও একই এলাকার মৃত বকশ মন্ডল ও মৃত আমেনা বেগমের ছেলে আল আমিন মন্ডলকে আটক পূর্বক তাদের দখল হতে আরো ০১টি এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি ব্লু রং এর মোটর সাইকেল চোরাই উদ্ধার করে পীরগাছা থানায় নিয়ে আসা হয়।