৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

গোবিন্দগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
3 weeks ago
68


গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও জামায়াত মনোনীত গোবিন্দগঞ্জ আসনের এমপি প্রার্থী ডাঃ আব্দুর রহিম সরকার।

মঙ্গলবার বিকেলে স্থানীয় দারুল ফোরকান ট্রাষ্টে জামায়াতের উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারী সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজুর সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহকারি সেক্রেটারি মশিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী প্রভাষক হাসান সাঈদ তালুকদার, জামায়াত নেতা আব্দুস সালাম নাটোরী, শাখাহার ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা জাহাঙ্গীর কবির, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারন সম্পাদক শওকত জামান, মোহনা টিভির বগুড়া ব্যুরো চীফ রাসেল কবির, রিপোর্টাস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, সাংবাদিক  অ্যাসোসিয়শনের সভাপতি মাহমুদ খান, সাংবাদিক প্রভাষক শাহ্ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth