রংপুরে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ভ্যান শোডাউন

রংপুরে ভ্যান শোডাউন করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এমসিপি আখতার হোসেন।আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ২ টায় নগরীর মাহিগঞ্জের আলতাফুর্নেসা খেলার মাঠ থেকে এই ভ্যানের শোডাউন শুরু হয়। একটি ভ্যানে দাঁড়িয়ে আক্তার হোসেন দুই পাশের সড়কের মানুষের অভিবাদন জানান।তার নেতাকর্মীদের হাতে রয়েছে বাংলাদেশ এবং এনসিপির পতাকা। এর আগে সকালে ছয় দিনের সফরে তিনি রংপুর আসেন।
রংপুর এবং কাউনিয়ার এবং পীরগাছার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ২০০ ভ্যান নিয়ে এই শোডাউন এ অংশ নিয়েছেন। এর আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
রংপুর জেলা ও মহানগর এনসিপির সংগঠক আলমগীর নয়ন জানান, শোভাযাত্রাটি দেউতি-কদমতলী -পীরগাছা সদর, কালিগঞ্জ পাও টানা হয়ে কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টেপা মধুপুর এলাকায় গিয়ে ইফতার মাহফিলে অংশ নেন। সেখানে নেতাকর্মী এবং এলাকাবাসীকে নিয়ে ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আখতার হোসেন।
তিনি আরো জানান, রংপুর মহানগরীতে ঈদের কারণে স্নান করলে যানজট হবে সে কারণে আক্তার হোসেনের নির্দেশে নগরীতে শো ডাউন না করে মাহিগঞ্জে জামায়াতের সিদ্ধান্ত নেয়া হয়।